question & answer for job interview



@@@1.. 5" Slab এর জন্য ব্লকের উচ্চতা নিচের জালির আর উপরের কত হবে?
উ: নিচের জালির জন্য 3/4"। উপরের জালি জন্য= (5-3/4)= 4.25"
=4.25- (10+10)mm = 3.46"
ব্লক হাইট= 3.46" OR 3.5"
@@@ 2. রডের গ্রেড বলতে কি বুঝায়?
উত্তরঃ রডের নমনীয় বিন্দুর শক্তিকে রডের গ্রেড বলে।
যেমনঃ ষ্টীলের/রডের নমনীয় বিন্দুর শক্তি, fy= 40 ksi বা 2812.4 kg/cm2 তাকে 40
গ্রেডের রড/ষ্টীল বুঝি।
@@@ 3.পাইলের মাথা ভাঙ্গা হয় কেন?
উ: ২টি কারনে।
১.কংক্রিট ঢালাইকালে পাইলের নিচে কাদা পাম্পিং সিস্টেমে উপরে উঠে আছে।এই কাদা কংক্রিট কে দুর্বল করে।এই দুর্বল কংক্রিট কে সরানোর জন্য পাইলের মাথা ভাঙ্গা হয়।
২.কাঠামোকে পাইল ভিত্তির সাথে
সংযোগ করার জন্য।
@@@ 4.গ্রাউটিং কি?
উ: গ্রাউটিং হলো পানি ও সিমেন্টের একটি মিশ্রণ যা বন্ডিং ভাল করার জন্য ছিটিয়ে দেয়া হয়। অনেকে একে ঘোলাও বলে।
@@@ 5.ছাদে কেন কর্ণার রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়??
উ: টু ওয়ে স্লাবের চারিদিকে টুইস্টিং মোমেন্ট উৎপন্ন হয়।এ টুইস্টিং মোমেন্ট প্রতিরোধ করার জন্যে কর্নার রিইনফোর্সমেন্ট ব্যবহার করা
হয়।
@@@ 6.কলাম সেটিং এর জন্য যে গ্রীড লাইন এর সুতা টানা হয়, সেই সুতার লেভেল কিসের সাথে সম্পর্ক রাখা হয় ?
উ: গ্রীডের সুতার লেভেলটা ভবনের প্লিন্থ লেভেলের সমতলে ধরে পিলার স্থাপন করা হয়।
@@@.7 কলামে টাইরড কেন ব্যবহার করা হয়?
উত্তর: কলামে খাড়া রড গুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য এবং রডগুলোকে বাকা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য।
8.আন্ডার পাইনিং কি ? শোরিং কি?
উত্তরঃ বিদ্যমান ভিতের নিচে যে ভিত দেওয়া হয় বা বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধির জন্য যে ভিত দেওয়া হয় তাকে আন্ডার পেইনিং বলে
শোরিং ঃ বিপদগ্রস্ত কাঠামোকে সাময়িকভাবে সাপোর্ট প্রদান করার জন্য যে কাঠামো নির্মান করা হয় তাকে শোরিং বলে।
প্রশ্ন
১ টি রুমের উচ্চতা ১০'।১০"×১৫" রুফবীম ও ৬" পুরুত্বের স্ল্যাব রয়েছে।এতে কলামের উচ্চতা বের করুন।(বীম ও স্ল্যাব একত্রে ঢালাই)

Post a Comment

Previous Post Next Post