টপিকঃ বাংলাদেশ বিষয়াবলি 


1.
গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
১০জানুয়ারি, ১৯৭৩
১৬ডিসেম্বর, ১৯৭২★★★
৪নভেম্বর, ১৯৭২
১১অক্টোবর, ১৯৭২
2.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স-
৩০বছর
৩৫বছর★★★
৪০বছর
৪৫বছর
3.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
৩বছর 
৪বছর
৫বছর★★★
৬বছর
4.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ধারা ২৬
ধারা ২৭★★★
ধারা ২৮
ধারা ২৯
5.
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কমিশনের গঠনের উল্লেখ আছে?
১৩০
১৩১
১৩৭★★★
১৪০
6.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত?
()
()★★★


7.
বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর?
২৫বছর★★★
৩০বছর
৩৫বছর
৪০বছর
8.
কোরামের জন্য জাতীয় সংসদে কত জন সদস্যের উপস্থিতি প্রয়োজন?
৫০
৬০★★★
৭০
৮০
9.
তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
১২তম
১৩তম
১৪তম
১৫তম★★★
10.
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
৭মার্চ, ১৯৭৩★★★
৫মার্চ, ১৯৭৩
৬এপ্রিল, ১৯৭৩
১১এপ্রিল, ১৯৭৩
11.
মাত্র ১টি সংসদীয় আসন-
লক্ষীপুর জেলায়
মেহেরপুর জেলায়
ঝালকাঠী জেলায়
রাঙামাটি জেলায়★★★
12.Who is the architecture to the Parliament building of Bangladesh?
John Homes
Louis Kahn★★★
Frank Loyed Wright
Shomen Saha
13.
জাতীয় সংসদে 'কাস্টিং' ভোট কি?
সংসদ নেতার ভোট
হুইপারের ভোট
স্পীকারের ভোট★★★
রাষ্ট্রপতির ভোট
14.
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষ★★★
দুই বা দ্বিকক্ষ
তিন কক্ষ
বহুকক্ষ বিশিষ্ট
15.
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত?
২৬
২৭★★★
২৮
২৯
16.
বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
১১★★★
২১

১৫
17.
প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারেন?
প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
প্রধান বিচারপতি নিয়োগ★★★
অডিটর জেনারেল নিয়োগ
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
18.
বাংলাদেশে বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
★★★



19.
বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
১৯৭২সালে
১৯৭৩সালে
১৯৭৪সালে★★★
১৯৭৭সালে
20.
বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?
১৯৯৮সালে★★★
১৯৯৯সালে
২০০০সালে
১৯৯৭সালে
21.
বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট/কেন্দ্র কোথায় অবস্থিত?
ফরিদপুর★★★
চাঁদপুর 
চট্টগ্রাম 
নারায়ণগঞ্জ
22.
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?
ব্রহ্মপুত্র★★★
পদ্মা
মেঘনা
যমুনা
23.
যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
পদ্মা★★★
বঙ্গোপসাগর 
ব্রহ্মপুত্র
মেঘনা
24.
বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি?
যমুনা
ব্রহ্মপুত্র 
পদ্মা
মেঘনা★★★
25.
কীসের স্রোতে নদীখাতে গভীর হয়?
সমুদ্রস্রোত
বানের স্রোত
নদীস্রোত
জোয়ার-ভাটার স্রোত★★★
26.
বাংলাদেশের কোথায় সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ভৈরব
চাঁদপুর
দেওয়ানগঞ্জ
আজমিরীগঞ্জ★★★
27.
বাঙালি যমুনা নদীর সংযোগ কোথায়?
রাজশাহী
পাবনা
বগুড়া★★★
সিরাজগঞ্জ
28.
পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে?
চাঁদপুর 
বাহাদুরপুর
গোয়ালন্দ★★★
ভোলা
29.
বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
গোয়ালন্দ★★★
বাহাদুরপুর
ভৈরববাজার
নারায়ণগঞ্জ
30.
পুনর্ভবা, নাগর টাঙন কোন নদীর উপনদী?
মহানন্দা★★★
ভৈরব
কুমার
বরাল
31.
ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
শীতলক্ষা
বুড়িগঙ্গা★★★
ধরলা
বংশী
32.
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ত্রিপুরা পাহাড়
কৈলাস শৃঙ্গ★★★
সিকিম অঞ্চল
মিজোরাম পাহাড়
33.
টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
পদ্মা
যমুনা
নাফ★★★
কর্ণফুলী
34.
সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
আড়িয়াল খাঁ
সুরমা★★★
চন্দনা
রূপসা
35.
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
তিস্তা সেচ প্রকল্প★★★
কাপ্তাই সেচ প্রকল্প
ফেনী সেচ প্রকল্প
36.
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
তাজিংডং
গারো★★★
কেওক্রাডং
জয়ন্তিয়া
37.
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
নাফ
তেঁতুলিয়া
আড়িয়াল খাঁ
হাড়িয়াভাঙা★★★
38.
পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
নিঝুম দ্বীপ
সন্দ্বীপ 
দক্ষিণ তালপট্টি★★★
কুতুবদিয়া
39.
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
সেন্টমার্টিন
মহেশখালী★★★
ছেঁড়াদ্বীপ
নিঝুম দ্বীপ
40.
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
কুতুবদিয়া 
সোনাদিয়া 
বান্দরবান 
পূর্বাশা দ্বীপ★★★
41.
সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
★★★
১০
১২
১৪
42.
বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
ভোলা
নোয়াখালি
চট্টগ্রাম 
কক্সবাজার★★★
43.
বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
পারাইল
টাঙ্গুয়ার হাওড়
চলন বিল
হাকালুকি★★★
44.'
হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?
কক্সবাজার★★★
খাগড়াছড়ি
রাঙামাটি 
কাপ্তাই
45.'
শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?
রাঙামাটি★★★
বান্দরবান
মৌলভীবাজার
সিলেট
46.
প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম-?
মালদ্বীপ
হাতিয়া
বরিশাল★★★
সন্দ্বীপ
47.
বাংলাদেশের কোন অঞ্চলকে '৩৬০ আউলিয়ার দেশ' বলা হয়?
চট্টগ্রাম 
সিলেট★★★
ঢাকা
খুলনা
48.
সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
টেকনাফ 
কক্সবাজার 
পটুয়াখালী★★★
খুলনা
49.
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
ফার্নেস অয়েল
কয়লা
প্রাকৃতিক গ্যাস★★★
ডিজেল
50.
আলুর একটি জাত-
ডায়মান্ড★★★
রূপালী 
ড্রামহেড
ব্রিশাইল
51.
বাংলাদেশে সবচেয়ে উৎপাদিত হয়-
আউশ ধান
আমন ধান
বোরো ধান★★★
ইরি ধান
52.
বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
সিলেটের মালনিছড়ায়★★★
সিলেটের তামাবিলে
খাগড়াছড়িতে
সিলেটের জাফনায়
53.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
নাইট্রোজেন গ্যাস
মিথেন গ্যাস★★★
হাইড্রোজেন গ্যাস
কার্বন মনোঅক্সাইড
54.
প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
BARI
BRRI
BADC★★★
BINA
55.
বর্ণালী শুভ্র কী?
উন্নত জাতের ভুট্টা★★★
উন্নত জাতের তামাক
উন্নত জাতের ধান
উন্নত জাতের বেগুন
56.
বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
দিনাজপুর 
গোপালপুর
পাকশী
ঈশ্বরদী★★★
57.
বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
দিনাজপুর 
রংপুর
ঈশ্বরদী★★★
যশোর
58.
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
চাপালিশ
কেওড়া
গেওয়া
সুন্দরী★★★
59.
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
সিলেট
ভাওয়াল মধুপুর★★★
পার্বত্য চট্টগ্রাম 
খুলনা, বরিশাল পটুয়াখালী
60.
সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে?
৫০%
৫৮%
৬২%★★★
৬৬%
61.
ম্যানগ্রোভ কী?
কেওড়া বন
শালবন
উপকূলীয় বন★★★
চিরহরিৎ বন
62.
সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
পাগ-মার্ক★★★
ফুট মার্ক
GIS
কোয়ার্ডবেট
63.
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
কয়লা
চুনাপাথর 
সাদামাটি
গ্যাস★★★
64.
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে-
রাণীগঞ্জ
বিজয়পুর★★★
টেকেরহাট
বাগালীবাজার
65.
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কীসের খনি প্রকল্পের কাজ চলছে?
কঠিন শিলা
কয়লা★★★
চুনাপাথর 
সাদামাটি
66.
বাংলাদেশের প্রথম 'ইপিজেড' কোথায় স্থাপিত হয়?
সাভার
চট্টগ্রাম★★★
মংলা
ঈশ্বরদী
67.
বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
নারায়ণগঞ্জ
কক্সবাজার 
চট্টগ্রাম 
খুলনা★★★
68.
খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়-
সেগুন কাঠ
সুন্দরী কাঠ★★★
গেওয়া কাঠ
বাঁশ
69.
কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত?
রাজশাহী
ফরিদপুর
রংপুর
যশোর★★★
70.
বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
১৯৫৫
১৯৫৭★★★
১৯৬৭
১৯৭২
71.
দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় হচ্ছে?
গজারিয়া★★★
গাজীপুর 
সাভার
ভালুকা
72.
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
খনিজ তেল
প্রাকৃতিক গ্যাস
খরস্রোতা নদী
সবকটি★★★
73.
জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নামি কী?
অ্যামোনিয়া 
টিএসপি
ইউরিয়া★★★
সুপার ফসফেট
74.
বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
সিরাজগঞ্জ★★★
দিনাজপুর 
বরিশাল
ফরিদপুর
75.
বাংলাদেশে কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
রাজশাহী 
চট্টগ্রাম 
সিলেট
সাভার★★★
76.
বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
১৮
২০
২৩★★★
২৫
77.
বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ঢাকায়
খুলনায়
নারায়ণঞ্জে
চাঁদপুরে★★★
78.
বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
পঞ্চাশ দশক
ষাট দশক
সত্তর দশক
আশি দশক★★★
79.
নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত?
পাট
ধান
চিনি
চিংড়ি★★★
80.
বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা কত?
৬টি
৮টি★★★
১০টি
১২টি
81. ECNEC
এর চেয়ারম্যান বা সভাপতি কে?
অর্থমন্ত্রী 
প্রধানমন্ত্রী★★★
পরিকল্পনা মন্ত্রী
স্পিকার
82.
মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে চালু হয়?
১জুলাই, ১৯৯১★★★
১জুলাই, ১৯৯৩
১জুলাই, ১৯৯৫
১জুলাই, ১৯৯৬
83.
বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
সাভার
চট্টগ্রাম★★★ 
মংলা 
ঈশ্বরদী
84.
বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
চা
পাটজাত দ্রব্য
পোশাক★★★
চিংড়ি
85.
স্বাধীন বাংলাদেশ ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
১৬মার্চ ১৯৭২
১৬ডিসেম্বর ১৯৭২
৪মার্চ ১৯৭২★★★
৪জানুয়ারি ১৯৭৩
86.
অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
চট্টগ্রাম 
ঢাকা★★★
মংলা
খুলনা
87.
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
১৬ডিসেম্বর 
২৬মার্চ★★★
২১ফেব্রুয়ারি
৭মার্চ
88.'
কান্তজীর মন্দির' কোন জেলায় অবস্থিত?
জয়পুরহাট
কুমিল্লা
রাঙামাটি 
দিনাজপুর★★★
89.
বাংলাদেশে সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
কুসুম্বা মসজিদ
বড় সোনা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ★★★
সাত গম্বুজ মসজিদ
90.
বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
৮০টি
৮১টি★★★
৬০টি
৬৪টি
91.
ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে?
শাহ সুজা
শায়েস্তা খান★★★
মীর জুমলা
সুবেদার ইসলাম খান
92.
লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম-
পরিবিবি
ইরান দুখত★★★
জাহানারা
মরিয়ম
93.
বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখির মাজার অবস্থিত-
মহাস্থানগড়★★★
শাহজাদপুর
নেত্রকোনা 
রামপাল
94.
ঢাকার বিখ্যাত 'তারা মসজিদ' তৈরি করেন-
শায়েস্তা খান
নওয়াব সলিমুল্লাহ
মির্জা আহমেদ জান★★★
খান সাহেব আবুল হাসনাত
95.'
সাবাস বাংলাদেশে' ভাস্কর্যটির শিল্পি বা ভাস্কর কে?
হামিদুজ্জামান
নিতুন কুন্ডু★★★
মৃণাল হক
শামীম শিকদার
96.Who was the designer of Central Shahid Minar of Bangladesh?
Shamim Sikhdar
Hamidur Rahman★★★
Jainul Abedin
Kamrul Hasan
97.
অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
১৬ডিসেম্বর, ১৯৭৯★★★
২৬ডিসেম্বর, ১৯৭৯
১জানুয়ারি, ১৯৮০
২১ফেব্রুয়ারি, ১৯৮০
98.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
হামিদুর রহমান
তানভীর কবির
মঈনুল হোসেন★★★
মাযহারুল ইসলাম
99.'
সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
টিএসসি মোড়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
রেসকোর্স ময়দানে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে★★★
100.
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
১৯৭২সালে
১৯৭৩সালে
১৯৭৪সালে★★★
১৯৭৭সালে
[[[ 
#HOSSAIN ]]]
101.
বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতিরা মুসলমান?
রাখাইন
মারমা
পাঙন★★★
খিয়াং
102.
হাজংদের অধিবাস কোথায়?
ময়মনসিংহ নেত্রকোনা★★★
কক্সবাজার রামু
রংপুর দিনাজপুর 
সিলেট মণিপুর
103.
খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
বারাং 
পাড়া
পুঞ্জি★★★
মৌজা
104.
কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
মারমা★★★
খাসিয়া
গারো
কোনটিই নয়
105.'
সব কটি জানালা খুলে দাও না'-এর গীতিকার কে?
মরহুম আলতাফ মাহমুদ
মরহুম নজরুল ইসলাম বাবু★★★
.মনিরুজ্জামান
মরহুম . আবু হেনা মোস্তফা কামাল
106.'
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি' গানের রচয়িতা কে?
আব্দুল গাফফার চৌধুরী★★★
আলতাফ মাহমুদ
আব্দুল লতিফ
আব্দুল হালিম
107.'
ভাওয়াইয়া' কোন অঞ্চলের লোকসঙ্গীত?
রাজশাহী
রংপুর★★★
কুষ্টিয়া 
ময়মনসিংহ
108.
বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
রাঙামাটি 
রংপুর
কুমিল্লা
সিলেট★★★
109.'
মনপুরা ৭০' কী?
একটি উপজেলা
একটি নদী বন্দর
একটি উপন্যাস 
একটি চিত্র শিল্প★★★
110.
বাংলায় টি এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
বিষ্ণু দে★★★
শামসুর রাহমান
পেমেন্দ্র মিত্র
শঙ্খ ঘোষ
111.
বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কে?
জয়নুল আবেদীন
কামরুল হাসান★★★
এসএম সুলতান
রফিকুন্নবী
112.
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
১৯৯১
১৯৮০★★★
১৯৮১
১৯৮২
113.'
সূর্যদীঘল বাড়ী' চলচ্চিত্রের পরিচালক কে?
শেখ নিয়ামত শাকের★★★
জহির রায়হান
সুভাষ দত্ত
খান আতা
114.
বাংলা দীতি কবিতায় ভোরে পাখি কে?
বিহারীলাল চক্রবর্তী★★★
সত্যেন্দ্রনাথ দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
যতীন্দ্রমোহন বাগচি
115.
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?
ভানুসিংহ★★★
টেকচাঁদ ঠাকুর
বনফুল
মুকুন্দরাম
116.
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
প্রমথ চৌধুরী★★★
রবীন্দ্রনাথ ঠাকুর
আমীয় চক্রবর্তী 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
117.
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
বসন্তকুমারী★★★
নীল দর্পণ 
কৃষ্ণকুমারী
কীর্তিবিলাস
118.
গম্বীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
পার্বত্য চট্টগ্রাম 
সিলেট
চাঁপাইনবাবগঞ্জ★★★
রংপুর
119.
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ময়নামতি
সোনারগাঁও★★★
ঢাকা
পাহাড়পুর
120.
কুমিল্লা বার্ড(BARD) এর প্রতিষ্ঠাতা কে?
মোহাম্মদ আইয়ুব খান
আখতার হামিদ খান★★★
আব্দুল হামিদ খান ভাসানী
কে ফজলুল হক
121.
বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৫৫খ্রি.★★★
১৩৫৫বঙ্গাব্দ 
১৯৫২খ্রি.
১৩৫২বঙ্গাব্দ
122.'
আলোকিত মানুষ' তৈরির কর্মসূচি কোন সংগঠনের?
ব্র্যাক
এশিয়াটিক সোসাইটি
বিশ্বসাহিত্য কেন্দ্র★★★
গ্রামীণ ব্যাংক
123.
বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে?
১৯৭২সালে
১৯৭৩সালে★★★
১৯৭৫সালে
১৯৯৭সালে
124.
বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
প্রফেসরস আব্দুল হাই
.মাযহারুল ইসলাম★★★
কাজী মোতাহার হোসেন
. এনামুল হক
125.
বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল?
বর্ধমান হাউজ★★★
বাংলা ভবন
আহসান মঞ্জিল
চামেলি হাউজ
126.
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
টঙ্গি
কোনাবাড়ি★★★
যশোর 
গাজীপুর
127.
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?
বি.এস. সিদ্দিকী
খাজা ওয়াসিউদ্দিন
হুমায়ুন রশীদ চৌধুরি★★★
শমসের মবিন চৌধুরি
128.
বাংলাদেশ বিশ্ববাণিজ্য সংস্থার(WTO) সদস্যপদ লাভ করে?
১৯৯১সালে
১৯৯৪সালে
১৯৯২সালে
১৯৯৫সালে★★★
129.
বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
১৯৭২সালে★★★
১৯৭৩সালে
১০৭৪সালে
১৯৭৫সালে
130.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
১৩৬তম★★★
১৩৭তম
১৩৮তম
১৩৯তম
131.
বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
১৯৭৩সনে
১৯৭৪সনে★★★
১৯৭৫সনে
১৯৭৬সনে
132.
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
স্বস্তি পরিষদ
সাধারণ পরিষদের অধিবেশন★★★
ইকোসোকে
ইউনেস্কোতে
133.
নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সদর দফতর ঢাকায় অবস্থিত?
SAARC
APEC
ADB
CIRDAP★★★
134.
বাংলাদেশে কতবার নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে?
২বার★★★
৩বার
১বার
৪বার
135.
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
২৪. কি.মি.
২১. কি.মি
১৯. কি.মি.
১৬. কি.মি.★★★
136.
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
১৯৯৯সালে
২০০০সালে★★★
২০০১সালে
২০০২সালে
137.
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
দার্জিলিং 
কলকাতা
নয়াদিল্লি★★★
ঢাকা
138.
বাংলাদেশ ভারতের মধ্যে ৩০বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়-
২ডিসেম্বর, ১৯৯৭
৩ডিসেম্বর, ১৯৯৬
১৩ডিসেম্বর, ১৯৯৭
১২ডিসেম্বর, ১৯৯৬★★★
139.
প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?
১৯৭২
১৯৭৪
১৯৭৭★★★
১৯৭৮
140.
প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
.
.০৩
.
.১৫★★★
141.
বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর-
সোনা মসজিদ
চট্টগ্রাম 
বেনাপোল★★★
হিলি
142.
বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু-
ভৈরব
হার্ডিঞ্জ★★★
ব্রহ্মপুত্র 
তিস্তা
143.
মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
১১. কি.মি.
১২. কি.মি
১১. কি.মি★★★
১২. কি.মি
144.
বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়?
চট্টগ্রাম 
পাকশি
সৈয়দপুর★★★
আখাউড়া
145.
বাংলাদেশে সর্বপ্রথম টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
৪জানুয়ারি ১৯৯০★★★
৩ফেব্রুয়ারি ১৯৯০
৩মার্চ ১৯৯০
৪জানুয়ারি ১৯৯১
146.
বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয়-
১ডিসেম্বর ১৯৮০★★★
১নভেম্বর ১৯৮০
১জানুয়ারি ১৯৮১
১জানুয়ারি ১৯৭৯
147.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন?
মুশফিক★★★
তামিম
সাব্বির
লিটন দাস
148.
বাংলাদেশ কত সালে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে?
১৫জুন ১৯৯৭
২৬জুন ১৯৯৭
২৬জুন ২০০০★★★
২৫মে ২০০৪
149.
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
আশরাফ হোসেন লিপু★★★
আকরাম খান
আমিনুল ইসলাম বুলবুল
শফিকুল হক হীরা
150.
বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
সোহাগ গাজী
রুবেল হোসেন
তাইজুল ইসলাম
তাসকিন আহমেদ★★★

Post a Comment

Previous Post Next Post