ইঞ্জিনিয়ার ও জরিপবিদদের ব্যবহৃত কিছু পরিমাপ !


১ চেন = ২২ গজ = ৪৪ হাত = ৬৬ফুট = ১০০ লিঙ্ক বা কড়ি , ১ কড়া = ২১৭.৮ বর্গফুট ৪ কড়া = ১ গন্ডা = ৮৭১.২ বর্গফুট , ২০ গন্ডা = ১ ছটাক = ১ কানি বা আনা = ১৭২৮০ বর্গফুট = ৪০ একর , ১৬ ছটাক = ১কাঠা ১কাঠা = ৭২০বর্গফুট = ৮০বর্গগজ ১ শতাংশ = ৪০.৪৭ বর্গমিটার ১বিঘা = ২০কাঠা = ৩৩শতাংশ = ১৪৪০০ বর্গফুট ১একর = ৪৮৪০বর্গগজ = ১০০শতাংশ = ৪৩২০০ বর্গফুট = ৬০.৫ কাঠা ১ফুট = ১২ইঞ্চি ১হাত = ১৮ইঞ্চি ১মাইল = ১৭৬০গজ ১গজ = ৩৬ইঞ্চি= ৩ফুট= ২হাত ১চেইন = ২২গজ= ৬৬ফুট ১কেজি = ১০০০গ্রাম ১কুইন্টাল = ১০০কেজি ১মেট্রিকটন = ১০কুইন্টাল= ১০০০কেজি ১মিটার = ১০০সেন্টিমিটার ১কিলোমিটার = ১০০০মিটার ১গ্রাম = ১০০০মিলিগ্রাম ১লিটার = ১০০০সিসি ১মণ = ৪০সের ১সের = ১৬ছটাক

Post a Comment

Previous Post Next Post