#ডিপার্টমেন্ট_থিওরি_প্রশ্নোত্তর
#সাজেশনস (২৯-৩৬)
#সাজেশনস (২৯-৩৬)
__/২৯/ কিউরিং এর কাজ লেখ।
উত্তরঃ
#কংক্রিটকে শক্তিশালী করার জন্য।
#জমাট বাঁধার সময় সংকোচনের দরুন কংক্রিট যাতে ফেটে না যায়।
#কংক্রিটে অবস্থিত সিমেন্ট ও পানির ক্রিয়া-প্রতিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য।
#নির্মাণ কাজকে স্থায়ী ও মজবুত করার জন্য।
উত্তরঃ
#কংক্রিটকে শক্তিশালী করার জন্য।
#জমাট বাঁধার সময় সংকোচনের দরুন কংক্রিট যাতে ফেটে না যায়।
#কংক্রিটে অবস্থিত সিমেন্ট ও পানির ক্রিয়া-প্রতিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য।
#নির্মাণ কাজকে স্থায়ী ও মজবুত করার জন্য।
__/৩০/ RCC তে স্টীল ব্যবহারের কারণ কি?
উত্তরঃ
#স্টীলের টান পীড়ন খুব বেশি বলে অধিক টান পীড়ন কাঠামোর ক্ষেত্রে স্টীল ব্যবহার উপযোগী।
#স্টীল সহজে পাওয়া যায়।
#স্টীল সহজে প্রয়োজনমত কাটা যায়, দুমড়ানো যায়, বাঁকানো যায় এবং ওয়েল্ডিং করা যায়।
#কংক্রিটের সাথে অন্য কোন পদার্থের চেয়ে স্টীলের বন্ড বেশি হয়।
#কংক্রিট ও স্টীল কোন রাসায়নিক বিক্রিয়া করে না।
উত্তরঃ
#স্টীলের টান পীড়ন খুব বেশি বলে অধিক টান পীড়ন কাঠামোর ক্ষেত্রে স্টীল ব্যবহার উপযোগী।
#স্টীল সহজে পাওয়া যায়।
#স্টীল সহজে প্রয়োজনমত কাটা যায়, দুমড়ানো যায়, বাঁকানো যায় এবং ওয়েল্ডিং করা যায়।
#কংক্রিটের সাথে অন্য কোন পদার্থের চেয়ে স্টীলের বন্ড বেশি হয়।
#কংক্রিট ও স্টীল কোন রাসায়নিক বিক্রিয়া করে না।
__/৩১/ 60 গ্রেড স্টীল বলতে কি বুঝায়?
উত্তরঃ যে ইস্পাতের প্রসারণ ঘটাতে প্রতি বর্গ ইঞ্জিতে কমপক্ষে 60000 পাউন্ডের সমপরিমাণ চাপ প্রয়োগ করতে হয় তাকে 60 গ্রেড স্টীল বা ইস্পাত বলে।
উত্তরঃ যে ইস্পাতের প্রসারণ ঘটাতে প্রতি বর্গ ইঞ্জিতে কমপক্ষে 60000 পাউন্ডের সমপরিমাণ চাপ প্রয়োগ করতে হয় তাকে 60 গ্রেড স্টীল বা ইস্পাত বলে।
__/৩২/ 500 W বলতে কি বুঝায়?
উত্তরঃ রডের পীড়ন বহন করার শক্তি 72.5 গ্রেডের এবং 500 মেগাপ্যাস্কেল।
500 W =500 মেগাপ্যাস্কেল [1 মেগাপ্যাস্কেল =145 psi]
=500*145=72500 psi=72.5 Grade.
উত্তরঃ রডের পীড়ন বহন করার শক্তি 72.5 গ্রেডের এবং 500 মেগাপ্যাস্কেল।
500 W =500 মেগাপ্যাস্কেল [1 মেগাপ্যাস্কেল =145 psi]
=500*145=72500 psi=72.5 Grade.
__/৩৩/ বাংলাদেশে উৎপাদিত ১০ টি বিভিন্ন ব্রান্ডের সিমেন্টের নাম লেখ।
উত্তরঃ
#High early strength Portland Cement.
#Clay Cement.
#Colour cement.
#Aluminous cement.
#Pazzolanic silica cement.
#Air entraining cement.
#White cement.
#Quick setting cement.
#Low Hit cement.
#Rapid Hardening cement.
উত্তরঃ
#High early strength Portland Cement.
#Clay Cement.
#Colour cement.
#Aluminous cement.
#Pazzolanic silica cement.
#Air entraining cement.
#White cement.
#Quick setting cement.
#Low Hit cement.
#Rapid Hardening cement.
__/৩৪/ ডাবল রিইনফোর্সড বীম কাকে বলে?
উত্তরঃ যে সকল বীমের টেনসাইল স্ট্রেস ও কম্প্রেসিভ স্ট্রেস উভয়কে প্রতিরোধ করার জন্য উভয় জোনে পৃথক পৃথক ভাবে Reinforcement ব্যবহার করা হয় তাকে Double Reinforced Beam বলে।
উত্তরঃ যে সকল বীমের টেনসাইল স্ট্রেস ও কম্প্রেসিভ স্ট্রেস উভয়কে প্রতিরোধ করার জন্য উভয় জোনে পৃথক পৃথক ভাবে Reinforcement ব্যবহার করা হয় তাকে Double Reinforced Beam বলে।
__/৩৫/ কেন ডাবল রিইনফোর্সড বীম ডিজাইন করা হয়?
উত্তরঃ
#অধিক বেন্ডিং মোমেন্ট প্রতিরোধ করতে হয়।
#বীমের আকার সীমিত রাখা হয়।
#বীমের স্প্যান অধিক হয়।
#বীমে অতিরিক্ত লোড আরোপিত হয়।
#কক্ষের উচ্চতা অধিক পাওয়ার প্রয়োজন হয়।
উত্তরঃ
#অধিক বেন্ডিং মোমেন্ট প্রতিরোধ করতে হয়।
#বীমের আকার সীমিত রাখা হয়।
#বীমের স্প্যান অধিক হয়।
#বীমে অতিরিক্ত লোড আরোপিত হয়।
#কক্ষের উচ্চতা অধিক পাওয়ার প্রয়োজন হয়।
__/৩৬/ নিম্নে বর্ণিত পদার্থ সমূহের একক ওজন লিখুন।
উত্তরঃ
#সাধারণ বা Plain Concrete =2300 kg/m^3
#RCC concrete =2400kg/m^3
#Brickwork =1920 kg/m^3
#Water=1000 kg/m^3
#Cement =1440 kg/m^3
#M.S Rod =7850 kg/m^3
#শুকনো মাটি = 1440 kg/m^3
#চুন =640-960 kg/m^3
#বিটুমিন= 1040 kg/m^3
#Lime concrete =1920 kg/m^3
#Brick concrete = 2350 kg/m^3
#stone concrete =2450 kg/m^3
উত্তরঃ
#সাধারণ বা Plain Concrete =2300 kg/m^3
#RCC concrete =2400kg/m^3
#Brickwork =1920 kg/m^3
#Water=1000 kg/m^3
#Cement =1440 kg/m^3
#M.S Rod =7850 kg/m^3
#শুকনো মাটি = 1440 kg/m^3
#চুন =640-960 kg/m^3
#বিটুমিন= 1040 kg/m^3
#Lime concrete =1920 kg/m^3
#Brick concrete = 2350 kg/m^3
#stone concrete =2450 kg/m^3
ধন্যবাদান্তে,
Post a Comment