#ডিপার্টমেন্ট_থিওরি_প্রশ্নোত্তর
#সাজেশনস (২৯-৩৬)



__/২৯/ কিউরিং এর কাজ লেখ।
উত্তরঃ
#কংক্রিটকে শক্তিশালী করার জন্য।
#জমাট বাঁধার সময় সংকোচনের দরুন কংক্রিট যাতে ফেটে না যায়।
#কংক্রিটে অবস্থিত সিমেন্ট ও পানির ক্রিয়া-প্রতিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য।
#নির্মাণ কাজকে স্থায়ী ও মজবুত করার জন্য।
__/৩০/ RCC তে স্টীল ব্যবহারের কারণ কি?
উত্তরঃ
#স্টীলের টান পীড়ন খুব বেশি বলে অধিক টান পীড়ন কাঠামোর ক্ষেত্রে স্টীল ব্যবহার উপযোগী।
#স্টীল সহজে পাওয়া যায়।
#স্টীল সহজে প্রয়োজনমত কাটা যায়, দুমড়ানো যায়, বাঁকানো যায় এবং ওয়েল্ডিং করা যায়।
#কংক্রিটের সাথে অন্য কোন পদার্থের চেয়ে স্টীলের বন্ড বেশি হয়।
#কংক্রিট ও স্টীল কোন রাসায়নিক বিক্রিয়া করে না।
__/৩১/ 60 গ্রেড স্টীল বলতে কি বুঝায়?
উত্তরঃ যে ইস্পাতের প্রসারণ ঘটাতে প্রতি বর্গ ইঞ্জিতে কমপক্ষে 60000 পাউন্ডের সমপরিমাণ চাপ প্রয়োগ করতে হয় তাকে 60 গ্রেড স্টীল বা ইস্পাত বলে।
__/৩২/ 500 W বলতে কি বুঝায়?
উত্তরঃ রডের পীড়ন বহন করার শক্তি 72.5 গ্রেডের এবং 500 মেগাপ্যাস্কেল।
500 W =500 মেগাপ্যাস্কেল [1 মেগাপ্যাস্কেল =145 psi]
=500*145=72500 psi=72.5 Grade.
__/৩৩/ বাংলাদেশে উৎপাদিত ১০ টি বিভিন্ন ব্রান্ডের সিমেন্টের নাম লেখ।
উত্তরঃ
#High early strength Portland Cement.
#Clay Cement.
#Colour cement.
#Aluminous cement.
#Pazzolanic silica cement.
#Air entraining cement.
#White cement.
#Quick setting cement.
#Low Hit cement.
#Rapid Hardening cement.
__/৩৪/ ডাবল রিইনফোর্সড বীম কাকে বলে?
উত্তরঃ যে সকল বীমের টেনসাইল স্ট্রেস ও কম্প্রেসিভ স্ট্রেস উভয়কে প্রতিরোধ করার জন্য উভয় জোনে পৃথক পৃথক ভাবে Reinforcement ব্যবহার করা হয় তাকে Double Reinforced Beam বলে।
__/৩৫/ কেন ডাবল রিইনফোর্সড বীম ডিজাইন করা হয়?
উত্তরঃ
#অধিক বেন্ডিং মোমেন্ট প্রতিরোধ করতে হয়।
#বীমের আকার সীমিত রাখা হয়।
#বীমের স্প্যান অধিক হয়।
#বীমে অতিরিক্ত লোড আরোপিত হয়।
#কক্ষের উচ্চতা অধিক পাওয়ার প্রয়োজন হয়।
__/৩৬/ নিম্নে বর্ণিত পদার্থ সমূহের একক ওজন লিখুন।
উত্তরঃ
#সাধারণ বা Plain Concrete =2300 kg/m^3
#RCC concrete =2400kg/m^3
#Brickwork =1920 kg/m^3
#Water=1000 kg/m^3
#Cement =1440 kg/m^3
#M.S Rod =7850 kg/m^3
#শুকনো মাটি = 1440 kg/m^3
#চুন =640-960 kg/m^3
#বিটুমিন= 1040 kg/m^3
#Lime concrete =1920 kg/m^3
#Brick concrete = 2350 kg/m^3
#stone concrete =2450 kg/m^3
ধন্যবাদান্তে,

Post a Comment

Previous Post Next Post