👏বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান।



কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তরঃ- পরিবহন পদ্ধতিতে
👏কফিতে কোন উপাদান থাকে?
উত্তরঃ- ক্যাফেইন
👏কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়?
উত্তরঃ- এসকরবিক অ্যাসিড
👏কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা?
উত্তরঃ- বাড়ে
👏কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তরঃ- হাওয়ার্ড এইকিন
👏কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তরঃ- ৩ টি
👏কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী?
উত্তরঃ- করপিক্রিন
👏কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ- বালি
👏কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তরঃ- ইন্টারফেরণ প্রয়োগ.
👏ইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে?
উত্তরঃ- সিনকোনা
👏কে প্রথম রোবট আবিস্কার করেন?
উত্তরঃ- উইলিয়াম গে ওয়ালটার
👏কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তরঃ- বেটসন ( ১৯০৮ সালে।
👏কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তরঃ- ত্বকের
👏কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উত্তরঃ- গ্রাফাইট
👏কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তরঃ- লাইগেজ।
👏কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তরঃ- এবি গ্রুপ কে
👏কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তরঃ- ও গ্রুপ
👏কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
উত্তরঃ- গরুর
👏কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তরঃ- শুশুক .
👏কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তরঃ- তামা
👏কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তরঃ- পুরুষ
👏কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তরঃ- কঠিন মাধ্যমে
👏কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তরঃ- ব্রোমিন
👏কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তরঃ- পারদ
👏কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তরঃ- কালো
👏কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তরঃ- প্লাটিপাস
👏কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো.?
উত্তরঃ- পরমানুর প্রোটন সংখ্যা।
-

Post a Comment

Previous Post Next Post