Column Q&A


কোন প্রকার ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ আমার ভুল হতে পারে।
১.কলাম কাকে বলে?
উওরঃ যে সকল আরসিসি কাঠামো উল্লম্ব লোড বা চাপা লোড বহন করে তাকে কলাম বলে।
২. রেডিয়াস অব জাইরেশনের উপর ভিওি করে কলাম কত প্রকার ও কি কি?
উওরঃ 2 প্রকার।
#long column -(L>10b)
#short column-(L<_ 10b)
৩. কখন টাইড & স্পাইরাল কলাম ডিজাইন করা হয়?
উওরঃ যখন কলামের সাথে দেওয়াল থাকবে তখন টাইড কলাম
আর যখন কলামের সাথে দেওয়াল থাকবে না তখন স্পাইরাল কলাম ডিজাইন করা হয়।
৪.কোন ধরণের নিমার্ণ কাঠামোর Compression & lateral load বহন করে?
উওরঃ Column
৫.কলামের ভারবহন ক্ষমতা বা শক্তি বৃদ্ধির করা জন্য করা হয়?
উওরঃ কলাম রিট্রোফিটিং
৬.ইন্টারমিডিয়েট কলাম কাকে বলে?
উওরঃলং এবং শর্ট কলামের মধ্যবতী কলামকে ইন্টারমিডিয়েট কলাম বলে।
৭.একটি টাইড ও স্পাইরাল কলামের নমুনা?
উওরঃ Tied
#Rod- 4-16mm(min)
#tie -6 or 10 mm 5"c/c
#Casting ratio & w/c -According to design
#Casting height -5' per casting
spiral column
#Rod- 6-16mm(min)
#spiral Ring - 6 or 10 mm
#Casting rario & w/c -According to design
#casting height-5' per casting
৮.এছাড়া কলাম কত প্রকার?
উওরঃ ৪ প্রকার।টাইড,স্পাইরাল,কম্পোজিট,কম্বিনেশন
৯. 10' কলামে 10mm@ 6" c/c কতটি টাই লাগবে?
উওরঃ 10'=120/6=20+1=21 nos
১০.একজন নিমার্ণ প্রকৌশলী হিসাবে সাইটে গিয়ে কলাম ঢালাই আগে কি কি চেক করতে হবে?
উওরঃড্রয়িং অনুযায়ী
#কলামের সাইজ
#রড বাইন্ডিং ও রডের ডায়া ও স্পেসিং
#টাই রডের ডায়া,স্পেসিং,এ্যাংগেল
#কভারিং ও ঢালাই করা অনুপাত
#কংক্রিট মিক্সিং
#পানি -সিমেন্ট অনুপাত
#সাটারিং বা ফর্মওয়াক
১১. টাই রডকে কত ডিগ্রিতে বাকানোঁ হয়?
উওরঃ ১৩৫ ডিগ্রিতে
১২. কলামের প্লেসমেন্ট ঠিক রাখার জন্য কলাম ঢালাইয়ের পূর্বে স্বল্প উচ্চতা যে ঢালাই করা হয় তাকে কি বলে?তার উচ্চতা কত?
উওরঃ কিকার ও ৬-৯"
১৩.টাইড ও স্পাইরাল কলামে কেন টাই ও রিং ব্যবহার করা হয়?
উওরঃ রডগুলোর স্হানচ্যুতি প্রতিরোধ করার জন্য এছাড়া ভূমিকম্পের সময় রডগুলোকে বাকা হতে রক্ষা করতে।
আপনাদের জন্য কুইজ
১.কলাম ঢালাইয়ের কত ঘন্টা পর ফর্মওয়াক অপসারণ করতেে হবে?
২.হানিকম্ব কি এবং ইহা কিভাবে প্রতিরোধ করা যায়?
৩.কলামে সবচেয়ে ও জনপ্রিয় ল্যাপিং নাম কি?
৪.কলাম কভারিং কত ধরা হয়?
৫.কলামের ফর্মওয়াক অপসারণের পর ফাটল বা হানিকম্ব দেখলে নিমার্ণ প্রকৌশলী হিসাবে কি করতে হবে?
৬.টাইড কলামের চেয়ে স্পাইরাল কলামের ভারবহন ক্ষমতা কত % বেশি?
বি.দ্রঃ চিএে ১,২,৩,৪ যথাক্রমে টাইড,স্পাইরাল,কম্পোজিট,কম্বিনেশন কলাম। মাার্জিত কমেন্ট করবেন। আশা করি

Post a Comment

Previous Post Next Post