নতুনদের জন্য ভাইভা দিক নির্দেশনা :


আজ থাকছে পর্ব -১ : ভাইভা বোর্ডে
যাওয়ার আগের প্রস্তুতি
,
১) প্রথম যে কাজটি করতে হবে তা হল
ভাইভা ভয় দূর করুন। হায় আল্লাহ কি হয়!!!
এ চিন্তা বাদ দিন। চিন্তা করুন আল্লাহ
আপনার সহায় আছেন। বাকী কাজটা
আপনার।
২) স্বাস্থ্যের দিকে খেয়াল করুন।
নিয়মিত ওযু, গোসল, প্রার্থনা করলে
দেহ মন সুস্থ্য থাকে। তাছাড়া স্বাস্থ্য
নষ্ট হলে Handsome ভাব কেটে যাবে। be
careful.
৩) আপনি একটা খাতা তেরী করুন :
ভাইভা খাতা।
খাতাটিকে 4 ভাগ করুন -
ক) নিজ পরিচয়, ডিপ্লোমার বিষয় ও
জেলা সম্পর্কিত তথ্য :
এখানে about your self, নিজ জেলার
গুরুত্বপূর্ন ব্যক্তি, মুক্তিযোদ্ধা, জেলার
নামকরন কিভাবে হল ইত্যাদি লিখে
রাখুন। নিজে যে বিষয়ে পড়েছেন
তার মৌলিক
বিষয় ঝালিয়ে নিন।
খ) আপনার চয়েস সম্পর্কিত তথ্য :
প্রথম তিন বা তার অধিক চয়েস সম্পর্কিত তথ্য
গুছিয়ে নিজের ভাষায় লিখুন।
গ) মুক্তিযুদ্ধের ইতিহাস :
এ সম্পর্কিতত টুকিটাকি প্রশ্নও ছাড়বেন
না। অসমাপ্ত আত্মজীবনি পড়া শুরু করুন
আজ থেকেই।
ঘ) দেশ বিদেশের খবর :
দেশি বিদেশি সংস্থা সম্পর্কে
লিখে রাখুন যেমন -WTO, UN,BRRI, BELA,
UNICEF ইত্যাদি।
,
সাম্প্রতিক তথ্য যেমন কে প্রধান
নির্বাচন কমিশনার হলেন? প্রথম নারি
নির্বাচন কমিশনার কে ইত্যাদি?
লিখে রাখুন।
৫) রুম বন্ধ করে আয়নার সামনে অন্তত ৫
মিনিট ইংরেজিতে টপিক ধরে কথা
বলার অভ্যাস করুন।
,
৬) মুদ্রা দোষ পরিহারের চেষ্টা করুন
একই সাথে আঞ্চলিকতা পরিহার করুন।
এ্যা এ্যা!!! এই শব্দ গুলো যেন বেশি না
হয় ।
,
৭) বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ুন
প্রতিদিন। গুরুত্বপূর্ন পেপার কাটিং
করে ভাইভা খাতায় লাগিয়ে দিন(যদিও পেপার থেকে প্রশ্ন করে না)
,
৮) চোখে চোখ রেখে কথা বলার
অভ্যাস করুন পরিচিত, অপরিচিত সবার
সাথে।
,
৯) বই কি কি পড়বেন? -
* সচিব ভাইভা গাইড
* জামিল'সের ভাইভা বই ভাল
* assurance viva book
* professor viva. সহায়িকা
,
ডিপার্টমেন্ট এর জন্য আলাদা আলাদা বই কিনতে
পাওয়া যায় যা গ্রুপে দেওয়া আছে।
১০) আল্লাহর ইবাদাত ও পিতা-মাতার
দুয়া নিতে ভুলবেন না।

Post a Comment

Previous Post Next Post