BPSC 2018 এর অধীনে অনুষ্ঠিত এষ্টিমেটর প্রিলিমিনারীর প্রশ্নপত্র সমাধান

সেট : ০৩
সেট কোড: কাঠাল
পূর্ণমান : ১০০
সময় : ১ ঘণ্টা
১) সেলিনা হোসেন রচিত কাব্যগ্রন্ধ কোনটি?
উত্তর: খোল করতাল
২) উপসর্গ কোথায় বসে?
উত্তর: শব্দের পূর্বে
৩) কোন বাক্যটিতে 'প্রান্ত' অর্থে মাথা শব্দটি ব্যবহৃত হয়েছে?
উত্তর: এ রাস্তার মাথায় হাসপাতাল
৪) বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর: ২২/৭
৫) the noun of verb 'educate'---
উত্তর: education
৬) we always prefer a ----------- place?
উত্তর: quiet
৭) বেহুলা-লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর: মনসামঙ্গল
৮) সংস্কৃত থেকে সরাসরি বাংলা শব্দে এসেছে?
উত্তর:
৯) choice the correct sentence ---
উত্তর: I don't know who is he
১০) কানাডার প্রধানমন্ত্রী কে?
উত্তর: জাষ্টিন ট্রডো
১১) শতকরা কত টাকা হারে ৫ বছরে সুদ, আসলের ১/৫ অংশ হবে?
উত্তর: ৫%
১২) মার্জার কোন নামটির সমর্থক?
উত্তর: বিড়াল
১৩) ঞ্জ যুক্তবর্ণটি গঠিত হয়েছে ---
উত্তর: ঞ্+জ
১৪) the man died ------- overwork.
উত্তর: from
১৫) select the right spelling---
উত্তর: achieve
১৬) select the singular number ---
উত্তর: politics
১৭) সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব----
উত্তর: ৩ সেমি, ৪ সেমি ও ৫ সেমি দ্বারা
১৮) we always prefer a ----------- place?
উত্তর: quiet
১৯) this man doesn't adhere ----- the principle
উত্তর: to
২০) Rahim ---------- English fluently.
উত্তর: speaks
২১) কপার সালফেটকে বলা হয়---
উত্তর: তুতে
২২) ইন্দ্রনেশিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: রুপিয়া
২৩) কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ?
উত্তর: সোনার তরী
২৪) the doctor who treats kidney ---
উত্তর: Nephrology
২৫) the synonym of 'increase' is ---
উত্তর: augment
২৬) অসমাপ্ত আত্নজীবনীর রচয়িতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৭) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তর: ২১শে ফেব্রুয়ারি
২৮) ০,১,২,৩ ও ৪ দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত?
উত্তর: ৫৩৪৪৪
২৯) মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?
উত্তর: আগারগাও
৩০) আলোকজান্দ্রিয়া শহরটি কোন সাগর তটে অবস্থিত?
উত্তর: ভূমধ্য সাগর
৩১) কোনটি প্রতীকধর্মী উপন্যাস?
উত্তর:
৩২) 'শেষের কবিতা' একটি -----?
উত্তর: উপন্যাস
৩৩) select the masculine gender ---
উত্তর: ram
৩৪) হুমায়ুন আজাদ রচিত গ্রন্থ কোনটি?
উত্তর: লাল নীল দিপাবলী
৩৫) বঙ্গবন্ধু স্যাটালাইট মহাকাশের কোন দ্রাঘিমাংশে স্থপিত?
উত্তর: ১১৯.৯
৩৬) বাংলার চাষীদের উপর ইংরেজদের অত্যাচারের কাহিনী নিয়ে রচিত নাটক---
উত্তর: নীল দর্পণ
৩৭) কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদান কে কি বলে?
উত্তর: ইন্টারনেট
৩৮) I wish I ---------
উত্তর: was dead
৩৯) choice the correct sentence ---
উত্তর: the students have gone to see the Himalaya.
৪০) কোনটি শুদ্ধ বানানে লেখা?
উত্তর:
৪১) জার্মানির চ্যান্সেলরের নাম কি?
উত্তর: এঞ্জেল মার্কেল
৪২) the girl is popular ------ all.
উত্তর: with
৪৩) জাহানারা ইমাম রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ কোনটি?
উত্তর: একাত্তরের দিনগুলি
৪৪) choice the correct sentence --
উত্তর: the teacher beat the student black anad blue
৪৫) ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৬) 'Archipelago' means ---
উত্তর: A group of Islands
৪৭) একটি বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্য ৬৮ টাকা বিক্রি হলে, প্রকৃত মূল্য কত?
উত্তর: ৮০ টাকা
৪৮) কোনটি দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ?
উত্তর:
৪৯) কত জনের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর: ৫ জন
৫০) ------ Germants are very enterprising.
উত্তর: The
৫১) the synonym of 'die' is ---
উত্তর: pass away
৫২) যে বর্ন বা বর্নসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে?
উত্তর: প্রত্যয়
৫৩) মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: বন্দিশিবির থেকে
৫৪) ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
উত্তর: ১০ টি
৫৫) বাংলা ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ কোনটি?
উত্তর: চর্যাপদ
৫৬) পর্দাপ্রথা নির্ভর হাস্যরসাত্নক গ্রন্ধ কোনটি?
উত্তর:
৫৭) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি?
উত্তর: ৫ টি
৫৮) বাংলা ভাষায় প্রথম আধুনিক সনেট রচনা করেছেন কে?
উত্তর: মধুসুধন দত্ত
৫৯) সঞ্চয় শব্দের বিপরীত শব্দার্থ কোনটি?
উত্তর:
৬০)
উত্তর:
৬১) It is a quarter ----- ten.
উত্তর: to
৬২) the antonym of ' healthy' is ---
উত্তর: emaciated
৬৩) (২২৫/২৭)^(-২/৩) এর মান কত?
উত্তর:
৬৪) উচাটন শব্দের সমর্থক শব্দ কোনটি?
উত্তর: উৎকষ্ঠা
৬৫) পিতলের উপাদান কোনটি?
উত্তর: তামা ও দস্তা
৬৬) y এর মান কত হলে 16x^2 - xy + 25 একটি পূর্ণসংখ্যা হবে?
উত্তর:
৬৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনটি?
উত্তর: প্রভাবতী সম্ভাষণ
৬৮) the noun from of the word 'strong' is --
৬৯) ® ১/০.২৫ =?
উত্তর: ২
৭০) 4^(x+) = 32^(x-2) হলে x=?
উত্তর:
৭১) the opposite word of 'virtuous' is --
উত্তর: Sinful
৭২) মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
উত্তর: বিষাদসিন্ধু
৭৩) দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর:
৭৪) who isn't poet?
উত্তর: J.B Shaw
৭৫) পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
উত্তর: ৪১ বছর
৭৬) ৩০ লিটার মিশ্রনে এসিড ও পানির অনুপাত ৭ঃ৩ হলে ঐ মিশ্রনে কি পরিমান পানি মিশ্রন করলে অনুপাত ৩ঃ৭ হবে?
উত্তর: ৪০ লিটার
৭৭) বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর ---
উত্তর: চট্রগ্রাম
৭৮) select the correct sentence --
উত্তর: he doesn't know how write with a pen
৭৯) x + (1/x) = 2 হলে, x / (x+x-1) =?
উত্তর: 1
৮৯) রুপপুর পারমানবিক কেন্দ্র কোন জেলায়?
উত্তর: পাবনা
৮১) কন্যা শব্দটির অর্থ ---
উত্তর: দুহিতা
৮২) কোন ত্রিভুজের বাহুগুলো বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটির সমষ্টি কত হবে?
উত্তর: ৩৬০ ডিগ্রী
৮৩) কোন দেশ সম্প্রতি নারীদের গাড়ী চালানোর অনুমতি দিয়েছে?
উত্তর: সৌদিআরব
৮৪) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
উত্তর: কপালকুণ্ডলা
৮৫) x-[x-{x-(+1)}] =?
উত্তর: -১
৮৬) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
উত্তর: মিথেন
৮৭) একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩/২ গুন। এর ক্ষেত্রফল ৩৭৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
উত্তর: ৮০ মিটার
৮৮) কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম রচনা কোনটি?
উত্তর: বাউন্ডেলের আত্নকাহিনী
৮৯) কোন ধরনের শব্দে কখনই মূর্ধন্য 'ষ' হবে না?
উত্তর: বিদেশী শব্দে
৯০) কোনটি তাপ কুপরিবাহী?
উত্তর: রাবার
৯১) কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা গুন করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
উত্তর:
৯২) Log10^x = -2 হয়, তবে x এর মান কত?
উত্তর:
৯৩) Many men, many -------
উত্তর: Faces
৯৪) the word 'obediently' is a/an --
উত্তর: Adverb
৯৫) 'Out and out' means
উত্তর:
৯৬) মানুষের বৈঞ্জানিক নাম কি?
উত্তর: Homo Sapiens
৯৭) হিমবাহ কোন প্রাকৃতিক পরিবেশ দেখা যায়?
উত্তর: সমুদ্রে
৯৮) একাত্তরের ডায়রীর রচয়িতা কে?
উত্তর: জাহানারা ইমাম
৯৯)
উত্তর:
১০০) অনুবাদ: চোরটি হাতে-নাতে ধরা পড়ল
উত্তর: the thief was caught red-handed

Post a Comment

Previous Post Next Post