# Suggestions( 128-134)
__/১২৮/ সুপার এলিভেশন কেন দেওয়া হয়?
উত্তরঃ 
★কেন্দ্রাতিগ বল প্রতিহত হয় এবং বাঁক অতিক্রমকালে গাড়ি উল্টিয়ে পড়ার সম্ভাবনা থাকে না।
★গাড়ির চাকাসমূহে পতিত বলের সাম্যতা থাকে বিধায় সড়কপৃষ্টের ক্ষয়ক্ষতি কম হয়।
★সড়কপৃষ্টের বৃষ্টির পানি সহজে নিষ্কাশন করা যায়।
★বাঁকে গাড়ির যাত্রীগণ অবাঞ্ছিত ঝাকুনি ও হেলেপড়ার হাত থেকে রক্ষা পায়।
★যাত্রীগণ নিরাপদ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করে।
__/১২৯/ কিউরিং কি?
উত্তরঃ কংক্রিটকে শক্তিশালী করার জন্য ঢালাইয়ের ৬ থেকে ২৪ ঘন্টা পর থেকে নির্দিষ্ট সময় বা দিন পর্যন্ত অবিরামভাবে কংক্রিট পৃষ্ঠকে সর্বদা ভিজিয়ে রাখার প্রক্রিয়াকে কিউরিং বলে।
__/১৩০/ কন্টুর রেখার ব্যবহার ক্ষেত্রগুলো লেখ।
উত্তরঃ
★কন্টুর মানচিত্রের সাহায্যে কোন এলাকার ভূমির বন্ধুরতা, পাহাড়, পর্বত, জলাশয় ইত্যাদির অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়।
★কন্টুর মানচিত্র হতে বিভিন্ন বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা জানা যায়।
★কোন স্থান অন্য স্থান হতে দৃশ্যমান হবে কিনা তা জানা যায়।
★কন্টুর ম্যাপ ত্রিমাত্রিক বিধায় সহজেই দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা জানা যায়।
★প্রকল্পের মাটি কাটা ও ভরাটের পরিমাণ নির্ণেয় করা যায়।
★বন্যার পানির আগমন ও নিষ্কাশন ব্যবস্থার দিকনির্দেশনা জানা যায়।
__/১৩১/ ভয়েড রেশিও কাকে বলে?
উত্তরঃ নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের অনুপাতকে ভয়েড রেশিও বলে। একে e দ্বারা প্রকাশ করা হয়।
অর্থাৎ e=Vv/Vs
__/১৩২/ পরোসিটি কাকে বলে?
উত্তরঃ নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়।
অর্থাৎ n=Vv/V
__/১৩৩/ Admixture কি?
উত্তরঃ যে সব পদার্থ কংক্রিটে ব্যবহার করলে কংক্রিটের গুনাগুন বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পায় তাকে Admixture বলে। যেমনঃ- চুন, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট ইত্যাদি Admixture হিসাবে ব্যবহৃত হয়।
__/১৩৪/ কংক্রিটে কেন Admixture ব্যবহার করা হয়?
উত্তরঃ
★পানি নিরোধক গুনাগুন প্রদান করতে,
★কিউরিং কে ত্বরান্বিত করতে,
★কংক্রিটের কার্যোপযোগিতা বৃদ্ধি করতে,
★কংক্রিটের স্থায়ীত্বতা বৃদ্ধি করতে,
★কংক্রিটের কাঠিন্যতা প্রদান করতে।
উপরিউক্ত কাজগুলো সম্পন্ন করার জন্য কংক্রিটে Admixture ব্যবহার করা হয়।
ধন্যবাদান্তে,

Post a Comment

Previous Post Next Post