BADC Viva:


আমি:সালাম দিলাম,স্যার আসবো 
বোড:আসেন, বসেন 
আমি:thank you sir
বোড:আপনি কোথায় লেখাপডা করছেন 
আমি: ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটউট হতে ডিপ্লোমা ইন সিভিল ইন্জ:কোর্স সম্পূর্ন করি 2016 সালে ৷
বোড:ডিপাটমেন্ট সিভিল ইন্জিনিয়ারিং নাকি সিভিল টেকনেলজি ৷
আমি: সিভিল টেকনোলজি
বোড:ASTM কি
আমি: American society for testing institute.
বোড:institute?
আমি :Sorry sir materials
বোড:ACI কি
আমি:American concrete institute
বোড:আমেরিকান একটা রডের নাম ধরছিল
আমি: কিছুটা AASHOএর মত তাই আমি AASHO এর ফুল মিনিং বলি
বোড:রডের নামের সাথে 420দিয়ে বললো, তাহলে আমরা ভাববো american association ar 420 জন অফিসার আছে
আমি: Sorry sir এই ব্যপারে ধারণা নাই
বোড:আপনা সিভিল ইন্জিনিয়ার আর স্টিলের টানশক্তি সম্পকে ধরনা নাই
আমি: Sir আমি জানি রডের গ্রেড দুইটা 60G আর40G, 60 গ্রেড মানে 60000 psi লোড নিতে পারে, আর অনেক সময়500W লেখা থাকে যার মানে 72500 Psiলোড নিতে পারে
বোড: 500W এর Wমানে কি
আমি: মানে ওয়েল্ডিং করা যাবে
বোড:TMT কি
আমি:Thermo mechanical threatment
বোড:TMT কি টেস্ট করে
আমি:রডের তাপমাত্রা ও ওয়েল্ডিং ক্ষমতা জানা যাই
বোড:হয়নি
বোড2:SDG কি
আমি:Sustainable development goals,জাতিসংঘ কতৃক ঘোষিত লক্ষমাত্রা মেয়াদ 2016 -2030
বোড2: UNESCO কি
আমি:United nations educational scientific and cultural organization
বোড2:Scientific Cultural organization
আমি: জ্বি স্যার
বোড 2: ফরিদপুরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত
আমি: কুমার নদী, মধুমতি নদা sorry sir আডিয়াল খা নদী
বোড2:মধুমতি নদী ফরিদপুরের ভিতরে যায় নি
আমি :ফরিদপুরের মধুখালী থানার ভিতর দিয়ে প্রবাহিত
বোড2:ফরিদপুরের ভিতর তো
আমি: জ্বি স্যার
বোড2:পদ্মা নদী যায় না
আমি: বৃহত্তর ফরিদপুরের জেলার গোয়ালন্দ নামক স্থানে পদ্মা নদী যমুনা নদীর সাথের মিশে ফরিদপুরের অদূরে ধলার মোড নামক স্থান দিয়ে অতিক্রম করেছে ৷
বোড:শেষ প্রশ্ন পাগমিল কি কাজে লাগে
আমি: ইট তৈরির সাথে সম্পকিত
বোড:কোন অংশের সাথে
আমি:ইট পোডানের সাথে
বোড,2:আপনি আসতে পারেন, thank you, Saidul sharif
আমি:জ্বি স্যার আসসালামু আলাইকুম

Post a Comment

Previous Post Next Post