Retaining wall & Breast wall


কোন প্রকার ভুলভ্রান্তি হলে দয়া করে ধরিয়ে দিবেন।
১.রিটেইনিং ওয়াল কাকে বলে?
উওরঃ যে ওয়াল নিজস্ব অবস্হান বজায় রেখে,মাটি কিংবা অন্য পর্দাথের পার্শ্বচাপ প্রতিরোধ করে তাকে,রিটেইনিং ওয়াল বলে।
২.Retaining wall কত প্রকার?
উওরঃ ৩ প্রকার।
৩.BRW পূর্ণরূপ কি?
উওরঃ Brick Retaining wall
৪.Retaining wall কোন অংশ মাটির পার্শ্বচাপ প্রতিরোধ করে?
উওরঃ Stem
৫.ব্যাকফিল কি?
উওরঃ রিটেইনিং ওয়ালের যে সকল পর্দাথের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে ব্যাকফিল বলে।যেমন:মাটি
৬.কোন ধরণের রিটেইনিং ওয়াল দেখতে L বা T আকৃতির হয়ে থাকে?
উওরঃ Cantiliver Retaining wall
৭.Retaining wall এর ব্যাকফিলের পানি অপসারণের জন্য যে ছিদ্র রাখা হয়,তাকে কি বলে?
উওরঃ উইপ হোল
৮.মাটি ও পানির অ্যাংগেল অব রিপোজ কত?
উওরঃ মাটি-৩৩-৪২ ডিগ্রি
পানি- ০ ডিগ্রি
৯.রিটেইনিং ওয়ালের Heel ও Toe দ্বারা কি বুঝায়?
উওরঃ বেস স্ল্যাবের যে অংশ ব্যাকফিলের দিকে থাকে, তাকে Heel বলে।
Toe: বেস স্ল্যাবের যে অংশ ব্যাকফিলের বাইরে দিকে থাকে,তাকে Toe বলে।
১০. Breast wall কাকে বলে?
উওরঃ পাহাড়ি সড়কে উপরস্হ মাটি ভাঙ্গন প্রতিরোধে যে ওয়াল নির্মাণ করা হয়,তাকে Breast wall বলে।
১১.বেস্ট ওয়াল কোথায় কোথায় নির্মাণ করা হয়?
উওরঃ পাহাড়ি সড়কে
১২.Retaining wall এর স্লাইডিং প্রতিরোধ করার জন্য কি বেস স্ল্যাবের নিচে কি তৈরী করা হয়?
উওরঃ key বা চাবি
১৩.কখন কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল ডিজাইন করা হয়?
উওরঃ Retaining wall এর উচ্চতা ৬ মি. বেশি হলে।
১৪. রিটেইনিং ওয়ালে স্টিমের দিকে রিইনফোর্সমেন্ট না দিয়ে ব্যাকফিলের দিকে রিইনফোর্সমেন্ট দেওয়া হয় কেন?
উওরঃ কারণ রিটেইনিং ওয়ালের স্টিমের অংশ ক্যান্টিলিভার হিসাবে কাজ করে এবং ব্যাকফিলে দিকে টেনশনের সৃষ্টি হয়।তাই ব্যাকফিলের দিকে টানসাইল স্ট্রেস কে প্রতিরোধ করার জন্য রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়।
আপনাদের জন্য ছোট একটা কুইজ
১.শিয়ার ওয়াল ও রিটেইনিং মূল পার্থক্য কোন জায়গায়?

Post a Comment

Previous Post Next Post