ইট সর্ম্পকে



কোন প্রকার ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
#নিম্নে সকল ছবির সাথে সচিএ বর্ণণা রয়েছে।তবু তার আগে ইট সর্ম্পকে একটু করে বললাম।সবার উপকারের জন্য...
ইট প্রকৌশল সামগ্রীর খুব গুরুত্বপূর্ণ একটি নিমার্ণ সামগ্রী। যা প্রকৌশল বিভিন্ন নিমার্ণ কাজে ব্যবহার করা হয়।সাধারণত বাংলাদেশে হ্যাফম্যানের চুল্লি দিয়ে ইট পোড়ানো হয়। ২১০০-২২০০ ডিগ্রি ফারেনহাইটে ইট পোড়ানো হয়।অতিরিক্ত ইট পোড়ানোর জন্য ঝামা ইটের সৃষ্টি হয়।যা প্রকৌশল কার্যে তেমন ব্...যবহার করা হয় না।এছাড়া ১ম,২য়,৩য় শ্রেণীর ও পিকেড ইট প্রকৌশল কার্যে ব্যবহার করা হয়।একটি আর্দশ ইটের পরিমাপ হচ্ছে ২৪২*১১৪*৭০ mm এবং আর্দশে ওজন হচ্ছে ৩.১২৫ kg। কিন্তু এই আর্দশ পরিমাপ ও ওজন ঠিক পাওয়া যায় না ওর্য়াক ফিল্ডে।তাই ইটের যেকোন কাজে এক্সটা ধরে ইস্টিমেট করতে হয়।
ইট সাধারণত গাঢ় লাল ও কালো বর্ণের হয়ে থাকে উপাদানগত কারণে।মূলত আয়রণ অক্সাইডের কারণে ইট গাঢ় লাল বর্ণের হয় এবং ম্যাঙ্গানিজ কারণে ইট কালো হয়ে থাকে।
বি.দ্রঃ প্রত্যেক ছবির সাথে নিম্নে বর্ণণা রয়েছে।সবার সুস্হতা ও মঙ্গল কামনা করছি।


Post a Comment

Previous Post Next Post