বাংলাদেশ বিষয়াবলী(৫০টি)



১। স্যাটেলাইট উৎক্ষেপণকারী ৫৭ তম দেশ কোনটি?
=বাংলাদেশ
২।বঙ্গবন্ধু স্যাটেলাইটের কক্ষপথ কোনটি?
- ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘিমাংশে
৩।পদ্মা সেতুর প্রস্থ কত?
=১৮.১ মি.
৪।বঙ্গোপসাগরের কত বর্গ কি. মি. এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে?
=১৭৩৮ বর্গ কি.মি.
৫। বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ শিশু?
=৪০ শতাংশ
৬। বাংলাদেশে বয়স্কভাতা চালু হয় কবে?
- ১৯৯৭-৯৮ অর্থবছরে ( নোট:বিধবাভাতা চালু হয়- ১৯৯৮-৯৯ অর্থবছরে)
৭। বাংলাদেশে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কবে?
= ১৯৭৫ সালে।
৮।বাংলাদেশে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হয় কবে?
= ১৯৯৭ সালে ( প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে)
৯। দারিদ্র্য বিমোচন কৌশলপত্র ( পিঅারএসপি) তে কর্মসূচি রয়েছে কতটি?
=-১৮টি
১০।কৃষকদের জন্য ১০ টাকায় হিসাব খোলার সুবিধা প্রদান করা হয় কবে?
=২০১০ সালে
১১। বাংলাদেশ থেকে বর্তমানে কর্মী পাঠানো হচ্ছে কতটি দেশে ?
= ১৬২ টি দেশে
১২ সম্প্রতি বাংলাদেশে থ্রাস্ট সেক্টর ঘোষণা করা হয়েছে কোন খাতকে?
= বৈদেশিক কর্মসংস্থান খাতকে
১৩।৮ম চ্যাম্পিয়ন ট্রফি-২০১৭ তে প্রথম সেঞ্চুরি করেন কে?
=তামিম ইকবাল
১৪।নকশালবাড়ি আন্দোলন শুরু হয় কবে?
= ১৯৬৭ সালের ২৪ মে ( নোট নেতা ছিলেন- চারু মজুমদার ও কানু স্যানা , এটি দমন করা হয়- ১৯৭২ সালে
১৫। বাংলাদেশের কোথায় ৬ লেন বিশিষ্ট উড়াল সড়ক নির্মিত হচ্ছে?
=ফেনী
১৬।প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগের নাম ছিল-
=পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ
১৭। উপজেলা পরিষদের ১ম নির্বাচন হয় কত সালে?
=১৯৮৫ ( আইন ১৯৮৩)
১৮।বাংলাদেশের পাহাড়গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
=২ ভাগে
১৯।মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহবায়ক ছিলেন কে?
=তাজউদ্দিন আহমেদ
২০।আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ ' ঘোষিত হয় কত তারিখ?
=১০ এপ্রিল
২১। ২১শে ফেব্রুয়ারিকে শহিদ দিবস ঘোষণা করা হয় কবে?
=১৯৫৬ সালে
২২।জাতিসংঘ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে?
- ৫ ডিসেম্বর ২০০৮ সালে
২৩।বাংলাদেশে প্রথম সৌর বিদ্যুৎ উৎপাদিত হয় কবে থেকে
= ১৯৮১ সালে
২৪। বর্তমানে হোম সোলার প্যানেল স্থাপনে শীর্ষে কোন দেশ?
= বাংলাদেশ
২৫।FAO এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ কত?
= ১১%
২৬। বর্তমানে কতটি পণ্যের মোড়কে পাটের চট ব্যবহার বাধ্যতামূলক?
=১৯টি
২৭।বাংলাদেশের দীর্ঘতম নদীপ্রণালী কোনটি?
= সুরমা - মেঘনা
২৮। ঢাকা গেইট নির্মাণ করেন কে?
= মীর জুমলা
২৯। বাংলাদেশের জাতীয় পতাকা গৃহিত হয় কবে?
= ১৯৭২ সালের ১৭ জানুয়ারি
৩০। জাতীয় পতকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় কবে?
=১৯৭২ সালের ৪ জানুয়ারি
৩১। বাণিজ্যিকভাবে সৌর বিদ্যুৎ উৎপাদিত হয় কবে?
= ১৯৯৬ সালে
৩২।'মডেল পিস কিপারস' বলা হয় কাকে?
= বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে
৩৩।বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সাফল্যের সঙ্গে গণভোট সম্পন্ন করেছে কোন দেশে?
=দক্ষিণ সুদানে
৩৪।বাংলাদেশ এখন পর্যন্ত কতটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে?
=৫৪টি মিশনে।
৩৫। বাংলাদেশ থেকে বর্তমানে কর্মী পাঠানো হচ্ছে কতটি দেশে?
= ১৬২ টি দেশে
৩৬।বাংলাদেশে জেন্ডার বাজেট প্রথম দেওয়া হয় কবে?
= ২০০৯-১০ অর্থবছরে
৩৭। বাংলাদেশ কিয়োটো চুক্তিতে অন্তর্ভুক্ত হয় কবে?
=২০০১ সালের
৩৮।তাহমিমা আনামের কোন গল্পটি ও'হেনরি পুরষ্কার পেয়েছে?
=গার্মেন্টস
৩৯।। বাংলাদেশ জাতিসংঘ কতৃক এলডিসি তালিকাভুক্ত হয় কবে?
=১৯৭৫ সালে
৪০।স্বাস্থ্য সেবার জন্য সার্বক্ষণিক কল সেন্টারের নাম কি?
=স্বাস্থ্য বাতায়ন
৪১।এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে কবে?
=আশুলিয়ায়
৪২। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয়েছে কবে?
=১৯৯৫
৪৩।জীববৈচিত্র্য আইন প্রণয়ন করা হয় কত সালে?
=২০১৭
৪৪।বাংলাদেশে সাধারণত কয় ধরনের বন্যা হয়?
=৩ ধরনের
৪৫। ট্রেজার বেন্চ হল
= সংসদের সামনের দিকের আসনগুলো
৪৬।জাতীয় ফোরাম কোনটিকে বলা হয়?
= আইন সভা বা জাতীয় সংসদকে
৪৭। যুদ্ধ ঘোষণার জন্য রাষ্ট্রের কোন বিভাগের অনুমোদন প্রয়োজন হয়?
= আইন সভার
৪৮।বাংলাদেশের বর্তমান মন্ত্রী সভায় কতজন নারী মন্ত্রী আছেন
= ৫
৪৯।সরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় কতদিন ?
= ৭
৫০ । রাষ্ট্রপতির নিকট প্রেরিত বিল সম্মতি দেন কত দিনের মধ্যে ?
= ১৫

Post a Comment

Previous Post Next Post