সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২১


সাধারন জ্ঞান প্রশ্ন উত্তর 

General Knowledge Questions and Answers

 

বাংলাদেশে ইন্টারনেট কত সালে চালু হয়েছে?

উত্তর: ১৯৯৩ সালে

 

নিউটন কত সালে মারা যায়?

উত্তর: ১৭২৭ সালে

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯২১ সালে

 

কম্পিউটার আবিষ্কার হয় কত সালে?

উত্তর: ১৯৪২ সালে

 

বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?

উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

 

আয়তনে বিশ্বের দ্বিতীয় মহাদেশ কোনটি?

উত্তর: আফ্রিকা মহাদেশ

 

সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ

 

কোন মহাদেশে লোক বসতি নেই?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ

 

টেলিফোন কে আবিষ্কার করেন?

উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল

 

পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ

 

                             বাংলাদেশ বিষয়াবলী mcq

 

কাজী নজরুলের জন্ম কত সালে?

উত্তর: ১৮৯৯ সালের ২৫ শে মে

 

কত সালে ফেসবুক আবিষ্কার হয়?

উত্তর: ২০০৪ সালে

 

রেডিও কে আবিষ্কার করেন?

উত্তর: মার্কনী

 

চর্যাপদ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯০৭ সালে

                                 বিসিএস সাধারণ জ্ঞান

তাজমহল কত সালে নির্মিত হয়?

উত্তর:  ১৬৫৩ সালে

 

তাজমহল কোথায় অবস্থিত?

উত্তর: ভারতের আগ্রায়

 

সূর্যোদয়ের দেশ কোনটি?

উত্তর : জাপান

 

মসজিদের শহর কোনটি?

উত্তর: ঢাকা

 

কোন মুসলিম পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

উত্তর: আব্দুস সালাম

 

নিষিদ্ধ শহর কোনটি?

উত্তর: লাসা

 

চীনের দুঃখ কি?

উত্তর: হোয়াংহো নদী

 

সার্কের প্রথম উদ্যোগতা কে?

উত্তর: জিয়াউর রহমান

 

পৃথিবীর সবচেয়ে বড় খাল কি?

উত্তর: সুয়েজ খাল

 

সার্কের সদর দপ্তর কোথায়?

উত্তর: নেপালের কাঠমান্ডুতে

 

আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কে?

উত্তর: জাবির ইবনে হাইয়ান

 

OIC এর সদর দপ্তর কোথায়?

উত্তর: জেদ্দা, সৌদিআরব

 

কে সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন?

উত্তর: কোপারনিকাস

 

কে সর্বপ্রথম এভারেস্ট জয় করে?

উত্তর: তেনজিং এবং হিলারি

 সাধারন জ্ঞান প্রশ্ন উত্তর | General Knowledge Questions and Answers

সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিলো?

উত্তর: সোনারগাঁ

 

বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর: নবাব সিরাজ--দ্দৌলা

 

বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?

উত্তর: .এস.সায়েম

 

বাংলাদেশের কোন জেলাকে শষ্যভান্ডার বলা হয়?

উত্তর: বরিশাল জেলা

 

ইসলামী রেনেসাঁর কবি কে?

উত্তর: ফররুখ আহমদ

 বিশ্বনবী' গ্রন্থের লেখক কে?

উত্তর: গোলাম মোস্তোফা

 

টাইমস" পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?

উত্তর: লন্ডন (ব্রিটেন)

 

বাসস কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর: বাংলাদেশ

 

স্কাউট এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: লর্ড ব্যাডন পাওয়েল

 

স্কাউট এর মহাসম্মেলন এর নাম কি?

উত্তর: জাম্বুরী

 

তিতুমীর এর আসল নাম কি?

উত্তর: সৈয়দ মীর নিসার আলী

 

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ কতটি ভাষায় সুপন্ডিত ছিলেন?

উত্তর: ১৮ টি

 

মহাকবি শেখ সাদী কোন দেশের কবি?

উত্তর: ইরানের

 

কোন প্রানী প্রথম মহাশূন্য ভ্রমন করেন?

উত্তর: লাইকা নামক কুকুর

 

হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর: ১৯৫৬ সালে

 

.আই.সি কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯৬৯ সালে

 

ভারত কে আবিষ্কার করেন?

উত্তর: ভাস্কো-ডা-গামা

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২২ বাংলাদেশ

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর বাংলাদেশ

চাকরির সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১

সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর pdf

মজার সাধারণ জ্ঞান প্রশ্ন

ছোটদের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

Post a Comment

Previous Post Next Post