Episode : Roof


কোন প্রকার ভুলভ্রান্তি হলে দয়া করে ধরিয়ে দিবেন।
১.ছাদ কাকে বলে?
উওরঃ দালানের সর্বউপরের যে সমতল বা ঢালু কাঠামো কক্ষগুলোকে আবৃত করে রাখে,তাকে ছাদ বলে।
২.ছাদ কত প্রকার ও কি কি?
উওরঃ ৩ প্রকার।
#Pitched
#Terraced
#carved
৩.দালানকে বজ্রনিরোধক করার জন্য ছাদে কি ব্যবহার করা হয়?
উওরঃ Lighting Arrester
৪.ছাদে রড ব্যবহার করা হয় কেন?
উওরঃ মূলত কংক্রিট চাপা বল বহন করতে পারে কিন্তু টানা বল বহন করতে পারে না।তাই স্ল্যাবের টানা বল বহনের জন্য ছাদে রড ব্যবহার করা হয়।
৫.ছাদে সচরাচর কত mm রড ব্যবহার করা হয়?
উওরঃ ১০,১২,১৬ mm
৬.সবচেয়ে ব্যবহৃত স্ল্যাবের নাম কি? এবং কেন ব্যবহার করা হয়? এবং স্ল্যাবের প্রকৃতি কেমন হয়?
উওরঃ টু- ওয়ে স্ল্যাব।কারণ এই ধরণের স্ল্যাবের রড প্লেসমেন্ট করতে ঝামেলা কম হয় বিধায়।অধিকাংশ স্ল্যাবের প্রকৃতি সমতল আকৃতি হয়ে থাকে।
৭.একটি দালানের লোড ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া?
উওরঃ L.L,D.l,E.Lসব বহন করে ছাদ। ছাদ লোড গুলো ট্রান্সফার করে বিমে।বিমে তার নিজস্ব ওজন ও আরোপিত ছাদের ওজন ট্রান্সফার করে কলামে।কলাম তার নিজস্ব ওজন ও আরোপিত ছাদ ও বিমের লোডসহ ট্রান্সফার করে ভিওিতে।ভিওি সকল প্রকার লোড ট্রান্সফার করে মাটিতে।
৮.সৌন্দর্য বর্ধন ও স্ল্যাবের লোড কমানোর জন্য কোন ধরণের স্ল্যাব ব্যবহার করা হয়?
উওরঃ বাবল স্ল্যাব,রিবস বা ওয়াফেল স্ল্যাব
৯.কখন ছাদে রড জোড়া দিতে রিবার কাপলার ব্যবহার করা হয়?
উওরঃ যখন রডের ডায়া ৩২ mm বেশি হয়।
১০.কক্ষের তাপমাএা কমানোর জন্য ছাদে কোন ধরণের ট্রিটমেন্ট করা হয়?
উওরঃ জলছাদ,পেটেন্ট স্টোন
১১. জলছাদ কাকে বলে?
উওরঃ কক্ষের তাপমাএা কমানোর জন্য ও ছাদকে আদ্রতারোধী করার জন্য জন্য চুন,সুরকি,খোয়া ও চিটাগুড় মিশিয়ে মূল ছাদের উপর যে ৪" আস্তরণ দেওয়া হয়, তাকে জলছাদ বলে।
১২.ছাদ ও জলছাদের কাস্টিং রেশি কত?
উওরঃ ছাদ-১:২:৪ বা ১:৩:৬( ডিজাইন অনুসারে)
জলছাদ- ২:২:৭
১৩. ছাদেরর অংশকে কত ভাগে ভাগ করা যায়?
উওরঃ ২ ভাগে।( কলাম স্ট্রিপ,মিডল স্ট্রিপ)
১৪.ঢালু ছাদে সৌন্দর্য বর্ধন ও লোড কমানোর জন্য কোন ধরণের টালি ব্যবহার করা হয়?
উওরঃ সিরামিকস টালি
১৫.একজন নিমার্ণ প্রকৌশলী হিসাবে ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবে?
উওরঃ
#সাটারিং ( যাতে কোন ছিদ্র না থাকে)
#সাটারিং খুটিঁ
#রড প্লেসমেন্ট
#রডের ডায়া
#কভারিং ব্লক
#কাস্টিং রেশিও
#ইলেকট্রিসিটি লাইন প্লেসমেন্ট
#রডের স্পেসিং
আপনাদের জন্য কুইজ

১.চিএের এটি কোন ধরণের স্ল্যাব?
২. ওয়ান - ওয়ে ও টু-ওয়ে ছাদের রড প্লেসমেন্ট করার পদ্ধতি? (একটু বিস্তারিত বর্ণণা দিবেন)
৩.জলছাদ করার পদ্ধতি?
এই দুইটি প্রশ্নের উওর আপনাদের মত কর দিবেন।কারণ শ্রদ্ধেয় Reza Khondker স্যার তার বিগত পোস্ট গুলোতে খুব সুন্দর করে বর্ণণা দিছেন।দেখি আপনার কতটুকু বুঝলেন?
বি.দ্রঃ সবার সুস্হতা কামনা করছি।

Post a Comment

Previous Post Next Post