Question & Answer 


১। কবি আল মাহমুদ এর জন্ম 
ক) ১১ জুলাই ১৯৩৬★
খ) ১১ মার্চ ১৯৩২
গ) ১১ এপ্রিল ১৯৩৮
ঘ) ১৬ জুন ১৯৩৮
২। আল মাহমুদের প্রকৃত নাম?
ক) মির আব্দুল শুকুর আল মাহমুদ★
খ) মির কাজেম আলি
গ) মির তাজেম আলী
ঘ) কাজেম আল কোরায়শী
৩। 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থ প্রকাশিত হয় -
ক) ১৯৭৩ সালে★
খ) ১৯৭৪ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৬ সালে
৪। সোনালি কাবিন' কতটি কবিতার সংকলন?
ক) ৪৭★
খ) ৪৫
গ) ৪৪
ঘ) ৪৩
৫। সোনালি কবিনের ইংরেজী অনুবাদ "গোল্ডেন কাবিন" কোন দেশ থেকে প্রকাশিত হয়?
ক) যুক্তরাষ্ট্র
খ) কানাডা★
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাজ্য
৬। আল মাহমুদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ -
ক) সোনালি কাবিন
খ) কালের কলস
গ) পাখির কাছে ফুলের কাছে
ঘ) লোক লোকান্তর★
৭। লোক লোকান্তর কতসালে প্রকাশিত হয়?
ক) ১৯৭৩ সালে
খ) ১৯৬৩ সালে
গ) ১৯৭০ সালে★
ঘ) ১৯৭২ সালে
৮। নিচের কোনটি আল মাহমুদের উপন্যাস?
ক) নোলক
খ) বখতিয়ারের ঘোড়া
গ) উপমহাদেশ★
ঘ) ময়ূরীর মুখ
৯। আল মাহমুদের গল্পগ্রন্থ কোনটি?
ক) কাবিলের বোন
খ) ডাহুকি
গ) পান কৌড়ির রক্ত★
ঘ) মূরীর মুখ
১০। " আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষ, হেথায় খুজি হোথায় খুজি সারা বাংলাদেশ" কোন কবিতার চরণ?
ক) লোক লোকান্তর
খ) প্রমের কবিতা
গ) দ্বিতীয় ভাঙ্গন
ঘ) নোলক★
১১। আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক) দৈনিক নবযুগ
খ) দৈনিক নবকন্ঠ
গ) দৈনিক গণকন্ঠ★
ঘ) দৈনিক ভোরের কাগজ
১২। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি?
ক) বিধ্বস্ত নীলিমা
খ) সোনালি কাবিন★
গ) রাজা আসে রাজা যায়
ঘ) গন্ধবণিক
১৩। কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক) আল মাহমুদ★
খ) শামসুর রহমান
গ) শহীদ কাদরী
ঘ) রফিক আজাদ
১৪। আল মাহমুদের মোট উপন্যাস কতটি?
ক) ৩টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৭টি★
১৫। কোনটি আল মাহমুদের উপন্যাস নয়?
ক) বখতিয়ারের ঘোড়া★
খ) সৌরভের কাছে পরাজিত
গ) আগুনের মেয়ে
ঘ) হেমলকের পেয়ালা
১৬। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি?
ক) ক্ষণিকা
খ) নাম রেখেছি কোমল গন্ধার
গ) পাখির কাছে ফুলের কাছে★
ঘ) উপদ্রুব উপকূল
১৭। আল মাহমুদের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ-
ক) মূয়ূরীর রক্ত
খ) সৌরভের কাছে পরাজিত
গ) পানকৌড়ির রক্ত★
ঘ) গন্ধবণিক
১৮। আল মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার পায়-
ক) ১৯৬৪ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৬৮ সালে★
ঘ) ১৯৮৭ সালে
১৯। আল মাহমুদ একুশে পদক পান?
ক) ১৯৮৮ সালে
খ) ১৯৮৭ সালে★
গ) ১৯৮৯ সালে
ঘ) ১৯৯০ সালে
২০। আল মাহমুদের মৃত্যু হয়-
ক) ১৫ ফেব্রুয়ারি২০১৯★
খ) ১৭ ফেব্রুয়ারি ২০১৯
গ) ১৩ ফেব্রুয়ার

Post a Comment

Previous Post Next Post